কক্সবাজারের পেকুয়ায় নুর জাহান ও নবী হোছাইন নামে দুই জনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে জখম করা হয়েছে।
(০২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পড়া নুর জাহান ও আমির হোছাইনের বাড়িতে ঢুকে হামলা করে।
আহত নুর জাহান(৪৫) একই এলাকার আবদুর রহমানের স্ত্রী,নবী হোছাইন(৩০)একই এলাকার মৃত আমির হোছাইনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার জেরধরে দুপুর ২টার দিকে একই এলাকার মৃত শব্বির আহমদের পুত্র মাহমদুল করিম, তাঁর ভাই মুহাম্মদ নাছিম, একই এলাকার মৃত আবদুল করিমের পুত্র আবদুল মজিদ সহ ৪/৫ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে তাদের ঘরে গিয়ে হামলা করে।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উভয়ের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়।
আহত নবী হোছাইনের ভাই মামুন রশীদ জানান,
পূর্বশত্রুতার জেরধরে দুপুর ২টার দিকে মাহমদুল করিম,মুহাম্মদ নাছিম,আবদুল মজিদ সহ ৪/৫ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে ঘরে গিয়ে আমার ভাই ও চাচী উপর হামলা করে,তাঁদের অবস্থা গুরুতর, কিরিচের কুপে আমার চাচীর দুই টুকরা হয়েগেছে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়ায়, রেফার করে দিয়েছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে শরীরের হাড় ভেঙে দিয়েছে। যে কোন মূহুর্তে আরো বড় দূর্ঘটনা ঘটতে পারে, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এই বিষয়ে পেকুয়া থানার ওসি (তদন্ত) এখনো কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।