বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার সংলগ্ন মাষ্টার পাড়া (খামার পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ রানা ওই এলাকার নূর নবী সওদাগরের প্রথম ছেলে। তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে সে আগে থেকে বাবা’র প্রতি চিরকুটে লিখে গিয়েছে।সেই সঙ্গে তার আদরের ছোট ভাইটিকে সুনজরে দেখারজন্য বাবার প্রতি আকুতি জানিয়েছে।
আত্মহত্যা করে এক যুবক নিহতের ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
৬নম্বর ওয়ার্ডের সমাজ সেবক ও কাউন্সিলর প্রার্থী এনামুল হক মঞ্জুর বরাত দিয়ে তিনি বলেন, বউ এনে দেয়ার জন্য পিতাকে অনেক বার বলেছে মোহাম্মদ রানা। তাতে গুরুত্ব দেয়নি পিতা নূর নবী সওদাগর।
নিহত হওয়া রানা তার বাবা’র নিজের ব্যবসা প্রতিষ্ঠান চাউলের দোকানে সারাক্ষণ খাটাতো। সেই যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।