সৌদি মালিকরা প্রবাসীদের চাকরির চুক্তি নবায়ন না করলে সরকারের কিছুই করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তারা এ মন্তব্য করেন।
মন্ত্রীরা জানান, বৃহস্পতিবার থেকে সপ্তাহে ঢাকা থেকে সৌদিতে ২০টি ফ্লাইট চলাচল করবে। এছাড়া, মার্চে ইস্যু করা সৌদি প্রবাসীদের ভিসাও নবায়ন করা হবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক গালফ অঞ্চলের ছয়টি দেশের পাশাপাশি মালয়েশিয়ার ঢাকা মিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে করোনা পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের সবশেষ অবস্থা তুলে ধরা হয়।
পরে সৌদি প্রবাসীদের ধৈর্য ধরার আহ্বান জানান মন্ত্রীরা। তারা বলেন, আটকে পড়াদের নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর প্রস্তাবে সম্মত হয়েছে দুই দেশ।
তবে যাদের ভিসার মেয়াদ আছে কিন্তু সৌদি মালিকরা চাকরির চুক্তি নবায়ন করেনি তারা ফেরত যেতে পারবেন না বলে জানান মন্ত্রীরা। তাদের বিকল্প কর্মসংস্থান খোঁজার পরামর্শ দেয়া হয়েছে। দুই মন্ত্রী বলেন, করোনার কারণে সৌদিতে অনেকেই ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছেন, এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।
ফিরে আসাদের বিষয়ে বিকল্প পরিকল্পনা করা হচ্ছে বলে জানান দুই মন্ত্রী। এছাড়া, প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহায়তা নিয়ে দেশেই কিছু করার পরামর্শ দেন তারা।